Pagla Ghuri Lyrics Song (পাগলা ঘুড়ি) Tahsan
Song: Pagla Ghuri Haway Uri
Singer: Tahsan
Lyrics: Mithila
Tune & Music: Tahsan
Director: MD Mehedi Hasan Joni
Label: Agniveena
Pagla Ghuri Song Lyrics :
রোদের সাথ লুকোচুরি
পাগলা ঘুড়ি, হাওয়ায় উড়ি
এমনি নাকি হয় শুনেছি
ভালোবাসলে পরে।
তোমার হাসিতে সুখ খুঁজে পাই
তোমার মাঝে হারাই,
এমনি ভাবে আজ বুঝেছি
ভালবাসি তোমায়,
তোমায়, তোমায়, তোমায়।
অবাক আমি চোখ বুজি
মেঘের ফাঁকে স্বর্গ খুঁজি,
এমনি করে আজ মেতেছি
ভালোবাসার তরে।
তোমার হাসিতে সুখ খুঁজে পাই
তোমার মাঝে হারাই,
এমনি ভাবে আজ বুঝেছি ভালবাসি
তোমার হাসিতে সুখ খুঁজে পাই
তোমার মাঝে হারাই,
এমনি ভাবে আজ বুঝেছি
ভালবাসি তোমায়,
তোমায়, তোমায়, তোমায়।