Ovinoy Song Lyrics (অভিনয়) Noble Man

Ovinoy Song Lyrics (অভিনয়) Noble Man
Ovinoy Song Lyrics (অভিনয়) Noble Man
Song: Ovinoy
Singer: Noble Man
Tune & composition: Ahmmed Humayun
Lyrics: Ahmed Risvy
Director: Shahrear Polock
AD: Mustafi Shimul
DOP: Bishawjit Datta
Production: Prekkha Greehoo Visual Factory
Label: Soundtek

Ovinoy Song Lyrics:

অভিনয়ের এইতো জীবন
অভিনয় যাচ্ছি করে,
অশ্রু জলে হৃদয় ভাসে
হাসছি তবু সুখের ভিড়ে।

কি আগুন জমছে বুকে
জানেনা কেউতো জানেনা,
কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন
বোঝেনা কেউতো বোঝেনা।।

অদৃশ্য দাবার চালে
পরাজিত আমার হৃদয়,
তবু চাইছি আমি
তোমারি জয় যেন হয়।
লিখে রাখা ভাবনা গুলো
খুঁজবেনা আর ঠিকানায় ..

কি আগুন জমছে বুকে
জানেনা কেউতো জানেনা,
কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন
বোঝেনা কেউতো বোঝেনা।।

ভেবেছি ফিরবোনা আর
তোমাদেরই জলসাঘরে,
যেখানে হৃদয় ভাঙ্গার
প্রতিদিন গল্প পোড়ে।
তোমার ভালো থাকার মাঝে
পথের কাঁটা হবোনা..

কি আগুন জমছে বুকে
জানে না কেউতো জানে না,
কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন
বোঝে না কেউতো বোঝে না।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *