Ochena Obhimaner Gaan Lyrics (অচেনা অভিমানের গান) Minar Rahman
Song Details:
Song: Ochena Obhimaner Gaan
Vocal: Minar Rahman
Composition, Lyrics & Tune: Minar Rahman
Music Arrangement: Shaker Raza
Ochena Obhimaner Gaan Lyrics In Bengali:
হারিয়ে যাবার আগে
বদলে যাবার আগে,
জেনেছি শুধু তোমার নাম।
না বলা কথার বাঁকে
পুরোনো বইয়ের ফাঁকে,
পড়ে ছিল শুধু চিঠির খাম।
তুমিও হঠাৎ হারিয়ে গেলে অজানায়
স্বপ্নরা কোথায় মিলিয়ে গেলো
অচেনা ঠিকানায়।
হারিয়ে যাবার আগে
বদলে যাবার আগে,
জেনেছি শুধু তোমার নাম।
নানা নানা নানা না…
কত স্মৃতির আড়ালে
কত জোছনা হারালে,
কত বৃষ্টির ফোঁটায়
কত কান্না হারায়,
তুমি আগের মতো আছো কিনা
তা জানি না, তা জানি না।
আমিও বদলে যাবার মিছিলে
বদলে গিয়েছি, বদলে গিয়েছি।
সময় ফুরিয়ে গেলে
স্মৃতিরা ডানা মেলে
উড়ে উড়ে যায় আপন ঠিকানায়।
তুমিও বদলে গেলে
কোথায় হারিয়ে গেলে
খুঁজি তোমাকে ভুল ইশারায়।
দূর থেকেই
তোমায় দেখেছি একা দাঁড়িয়ে,
তোমায় নিয়ে লেখা কবিতা গুলো
সব কোথায় পালিয়ে।
হারিয়ে যাবার আগে
বদলে যাবার আগে,
জেনেছি শুধু তোমার নাম।
নানা নানা নানা না…
[অচেনা অভিমানের গান লিরিক্স – মিনার রহমান]
You may also like:
Abar Brishti Hobe Lyrics Minar Rahman (আবার বৃষ্টি হবে) Shusmita Anis
Tomar Valo Hok Lyrics – Minar Rahman (তোমার ভালো হোক)
Bohemian Lyrics (বোহেমিয়ান) – Tanjib Sarowar – Afran Nisho – Mehazabien