OBUJHPONA (অবুঝপনা) LYRICS – HABIB WAHID

OBUJHPONA (অবুঝপনা) LYRICS – HABIB WAHID
OBUJHPONA (অবুঝপনা) LYRICS - HABIB WAHIDTrack Name : Obujhpona
Singer : Habib Wahid
Lyrics : Suhrid Sufian
Composition : Habib Wahid
Label : HW Production
OBUJHPONA LYRICS-
কি জানি কেমন করে,
বাঁধা পরে গেছি আমি পুরোটাই।
চুপি চুপি মন বলে,
সারাক্ষণই আমি তোমাকে চাই।

মনেরই অতল ছুঁয়ে ছুঁয়ে,
তুমি কি আমায় নেবে ধুঁয়ে?
এ মন বোঝেনা কি করি।

আমার এ অবুঝপনা দেখে,
তুমি কি যাবে মেঘে ঢেকে?
নাকি তুমিও এমনি।

কি জানি কেমন করে,
বাঁধা পরে গেছি আমি পুরোটাই।
চুপি চুপি মন বলে,
সারাক্ষণই আমি তোমাকে চাই।

তোমারই সুরভী
ছড়ালো যে বাতাসে।
দুজনে দুটি পথ
মিলে মিশে দুরে ভাসে।

এভাবেই যদি যায় কেটে
যাক রাত্রি দিন।
যেখানেই তুমি যাও
পৃথিবী হয় রঙিন।

ও ভেজা কোন জোছনায়,
ভালোবাসা বিঁধে যায় ভাবনায়।

মনেরই অতল ছুঁয়ে ছুঁয়ে,
তুমি কি আমায় নেবে ধুঁয়ে?
এ মন বোঝেনা কি করি।

আমার এ অবুঝপনা দেখে,
তুমি কি যাবে মেঘে ঢেকে?
নাকি তুমিও এমনি।

কি জানি কেমন করে,
বাঁধা পরে গেছি আমি পুরোটাই।
চুপি চুপি মন বলে,
সারাক্ষণই আমি তোমাকে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *