O HEY SHYAM ( ও হে শ্যাম ) LYRICS – Poramon 2
Song Name : O Hey Shyam
Singer : Kona & Imran
Lyrics : Shah Alam Sarkar
Music Director : Imon Shah
Movie : Poramon 2
Release Date : May 24, 2018
O HEY SHYAM ( ও হে শ্যাম ) LYRICS-
ও হে শ্যাম,
তোমারে আমি নয়নে নয়নে রাখিবো,
অন্য কেউরে না আমি চাইতে দিবো। – [ ২ বার ]
বাগিচার ফুল তুমি,
দুলিয়ায় নাচি আমি,
মালা গেঁথে গলায় পড়িব,
অন্য কেউরে না আমি চাইতে দিবো
ও হে শ্যাম…!
বুকের মাঝে লুকাইয়িয়া
রাখে মুক্তা ঝিনুক,
এই বুকে লুকানো তুমি,
জগতের লজ্জা মুখ।
হো… বুকের মাঝে লুকাইয়িয়া
রাখে মুক্তা ঝিনুক,
এই বুকে লুকানো তুমি,
জগতের লজ্জা মুখ।
আকাশেরও চাঁদ তুমি,
দরিয়ায় নাচি আমি।
সারা অঙ্গেতে মাখিবো ,
অন্য কেউরে না আমি চাইতে দিবো।
ও হে শ্যাম,
তোমারে আমি নয়নে নয়নে রাখিবো,
অন্য কেউরে না আমি চাইতে দিবো।
ও হে শ্যাম…!
সুভাসও মিশিয়া থাকে
পাঁপড়ির ভাজে ভাজে ,
তেমন তুমি আছো মিশে,
আমার দেহের মাঝে।
ও… সুভাসও মিশিয়া থাকে
পাঁপড়ির ভাজে ভাজে ,
তেমন তুমি আছো মিশে,
আমার দেহের মাঝে।
সাত রাজার ধন তুমি,
খুঁজিয়া পাইয়াছি আমি,
মনের মনি কোঠায় রাখিবো,
অন্য কেউরে না আমি চাইতে দিবো।
ও হে শ্যাম,
তোমারে আমি নয়নে নয়নে রাখিবো,
অন্য কেউরে না আমি চাইতে দিবো। – [ ২ বার ]
ও হে শ্যাম…