O Chand Amar Ki Aporadh Lyrics (ও চাঁদ আমার কি অপরাধ)

O Chand Amar Ki Aporadh Lyrics (ও চাঁদ আমার কি অপরাধ)
O Chand Amar Ki Aporadh Full Lyrics Song (ও চাঁদ আমার কি অপরাধ)Song: O Chand Aamar Ki Aporadh
Movie: Dadathakur
Singer: Kumar Sanu
Music: Babul Bose
Lyrics: Gautam Sushmit
Director: Haranath Chakraborty
Banner: Shree Venkatesh Films
Label: Venus Regional

O Chand Amar Ki Aporadh Lyrics :

ও চাঁদ আমার কি অপরাধ
তুমি বলে দাও,
ও চাঁদ আমার কি অপরাধ
তুমি বলে দাও,
চাইনি তবু কেনো তুমি কাছে এলে
মিথ্যে অভিনয়ে স্বপ্ন সাজালে।
কোন প্রতিশোধ নিতে দিলে অপবাদ
ও চাঁদ আমার কি অপরাধ
তুমি বলে দাও,
ও চাঁদ আমার কি অপরাধ
তুমি বলে দাও।

অপমান সইবো কখনো ভাবিনি
আমি তো তোমার মন চাইতে আসিনি,
হো.. অপমান সইবো কখনো ভাবিনি
আমি তো তোমার মন চাইতে আসিনি।
ছলনাকে, প্রেম ভেবে, পেলাম আঘাত
ও চাঁদ আমার কি অপরাধ
তুমি বলে দাও, ও চাঁদ..

যে ক্ষতি আমার হলো তার দায় কে নেবে
বুঝিনি পাওয়ার আগে সবই যে হারাবে,
হো.. যে ক্ষতি আমার হলো তার দায় কে নেবে
বুঝিনি পাওয়ার আগে সবই যে হারাবে।
শুধু শুধু, কেনো দিলে, মরণের সাধ
ও চাঁদ আমার কি অপরাধ
তুমি বলে দাও,
ও চাঁদ আমার কি অপরাধ
তুমি বলে দাও।
চাইনি তবু কেনো তুমি কাছে এলে
মিথ্যে অভিনয়ে স্বপ্ন সাজালে
কোন প্রতিশোধ নিতে দিলে অপবাদ
ও চাঁদ আমার কি অপরাধ
তুমি বলে দাও,
ও চাঁদ আমার কি অপরাধ
তুমি বলে দাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *