O Bandhobi Lyrics (ও বান্ধবী) Rupak Tiary
Song: O Bandhobi
Singer: Rupak Tiary
Music & Lyrics: Jayanta Roy
Audio Production & Mix Mastering: Rupak Tiary
Guitar: Jakiruddin Khan
Filmed by: Aditya Paul
Story & AD: Souradipta Ghosh
O Bandhobi Lyrics :
ও বান্ধবী,
তোর কানের পরা ঐ দুল
ভালো লাগে
হাওয়ায় ওড়া তোর চুল।
ও বান্ধবী,
কেন বুঝিস না তুই
নাকি বুঝেও খুব
বুঝতে চাস না তুই।
রোজ রোজ ঝড় আসে
বুকের পাঁজরে তাই
প্রজাপতি ডাক দিয়ে যায়,
আমার মনের ঘরে
তোর এই আসা যাওয়া
তোকে কিভাবে বোঝাই,
কিভাবে তোকে বোঝাই,
কিভাবে তোকে বোঝাই।
হয়তো তোর নাম লিখেছি
একটু প্রেমের সুখে,
বিজ্ঞাপন তো চাঁদও দেয়
আকাশের বুকে।
যেমন করে ঐ চাঁদ আসে রোজ
আমার জানলাতে,
তেমনি করেই তোকে খুঁজি
মনের আয়নাতে।
রোজ রোজ ঝড় আসে
বুকের পাঁজরে তাই
প্রজাপতি ডাক দিয়ে যায়,
আমার মনের ঘরে
তোর এই আসা যাওয়া
তোকে কিভাবে বোঝাই,
কিভাবে তোকে বোঝাই,
কিভাবে তোকে বোঝাই।
ও বান্ধবী,
তোর কানের পরা ঐ দুল
ভালো লাগে
হাওয়ায় ওড়া তোর চুল।
ও বান্ধবী,
কেন বুঝিস না তুই
নাকি বুঝেও খুব
বুঝতে চাস না তুই।
ও বান্ধবী, ও বান্ধবী,
ও বান্ধবী, ও বান্ধবী..