Nishi Furay Na Lyrics (নিশি ফুরায় না) – Habib Wahid

Nishi Furay Na Lyrics (নিশি ফুরায় না) – Habib Wahid
Nishi Furay Na Lyrics (নিশি ফুরায় না) - Habib WahidSong: Nishi Furay Na
Album L Shadhin (2012)
Vocal, Tune & Music: Habib wahid
Lyrics: Milon Mahmood

Nishi Furay Na Lyrics :

নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে,
নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে।

সে দু’নয়নে আহা কি মায়া
সুরে সুরে গান যেন কাজল ভ্রমরা,
সে দুনয়নে আহা কি মায়া
সুরে সুরে গান যেন কাজল ভ্রমরা,
এক জনমে কি করে হায়
কতো ভালবেসে গেলে তারে পাওয়া যায়।

নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে,
নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে।

আকাশে বাতাসে খুঁজে বেড়াই
এক নিমিষে যেন পেয়েও হারাই,
আকাশে বাতাসে খুঁজে বেড়াই
এক নিমিষে যেন পেয়েও হারাই,
কোন ভুবনে সে যে হারায়
কতো পথ হেঁটে গেলে খুঁজে পাওয়া যায়।

নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে,
নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *