NEI Lyrics (নেই) – MINAR RAHMAN
Singer: Minar Rahman
Music: Musfiq Litu
Lyrics: Mehedi Hasan Limon
Tune: Nazir Mahamud
Label: Central Music and Video [CMV]
Nei Lyrics By Minar:
Ei shohore jonaki nei
Sondhya hoy holud niyone
Ei adhare aalo nei
Bhuler chithi ashe piyone (x2)
Kichu smriti aajo apon
Kichu byatha khubi gopon
Kichu chobi thake nirale
Kichu kotha kande arale
Obak chokhe obak jole
Nirob kosto gulo jhore
Tumi ami ek molate
Tobu achi onek dure
Nei Lyrics In Bangla:
এই শহরে জোনাকি নেই
সন্ধ্যা হয় হলুদ নিয়নে
এই আঁধারে আলো নেই
ভুলের চিঠি আসে পিওনে (2)
কিছু স্মৃতি আজও আপন
কিছু ব্যাথা খুবই গোপন
কিছু ছবি থাকে নিরালে
কিছু কথা কাঁদে আড়ালে
কিছু কথা কাঁদে আড়ালে
অবাক চোখের অবাক জ্বলে
নীরব কষ্ট গুলো ঝরে
তুমি আমি এক মলাটে
তবু আছি অনেক দূরে
কিছু স্মৃতি আজ ও আপন
কিছু ব্যথা খুবই গোপন
কিছু ছবি থাকে নিরালে
কিছু কথা কাঁদে আড়ালে
কিছু কথা কাঁদে আড়ালে
সময়ের ঋণ বাড়ছে দিন দিন
ভুলে গেলে সব পিছুটান
দ্বিধার আগুনে অভিমান
তুমি আমি এটাই ব্যবধান..
কিছু স্মৃতি আজ ও আপন
কিছু ব্যথা খুবই গোপন
কিছু ছবি থাকে নিরালে..
কিছু কথা কাঁদে আড়ালে
কিছু কথা কাঁদে আড়ালে