Naiba Ghumale Priyo Lyrics (নাই বা ঘুমালে প্রিয়)

Naiba Ghumale Priyo Lyrics (নাই বা ঘুমালে প্রিয়)
Naiba Ghumale Priyo Full Lyrics Song (নাই বা ঘুমালে প্রিয়)Song: Naiba Ghumale Priyo
Singer: Kumar Sanu
Originaly Sung by: Kundan Lal Saigal
Music: Pranab Roy
Lyrics: Shaibal Dasgupta

Naiba Ghumale Priyo Lyrics :

নাই বা ঘুমালে প্রিয়
রজনী এখনো বাকী
প্রদীপ নিভিয়া যাক।
শুধু জেগে থাক তব আঁখি
রজনী এখনো বাকী।
নাইবা ঘুমালে প্রিয়
রজনী এখনো বাকী
প্রদীপ নিভিয়া যাক।
শুধু জেগে থাক তব আঁখি
রজনী এখনো বাকী।

এখনো দুয়ারও পাশে
হেনারও সুরভী আসে,
পিয়া পিয়া বলে ডাকে
সাথীহারা, সাথীহারা কোন পাখী,
রজনী এখনো বাকী।
নাই বা ঘুমালে প্রিয়
রজনী এখনো বাকী
প্রদীপ নিভিয়া যাক।
শুধু জেগে থাক তব আঁখি
রজনী এখনো বাকী।

আকাশের বুকে চাঁদ,
মোর বুকে তব মুখ জাগে,
আমি চেয়ে চেয়ে দেখি তারে,
সুন্দরতর লাগে।
এ মধু মাধবী রাতে,
জেগে রব দু’জনাতে,
এ মধু মাধবী রাতে,
জেগে রব দু’জনাতে,
জড়া দু’টি হৃদয় একটি প্রেমেরও রাতি,
রজনী এখনো বাকী।
নাই বা ঘুমালে প্রিয়ো
রজনী এখনো বাকী
প্রদীপ নিভিয়া যাক।
শুধু জেগে থাক তব আঁখি
রজনী এখনো বাকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *