MONER KOTHA BOL (মনের কথা বল) LYRICS
Song Name : Moner Kotha Bol
Singer : Shaan
Lyrics : Dolaan Mainnakk
Music : Dolaan Mainnakk
Album : Tui Sudhu Amar (2018)
Label : Eskay Movies
MONER KOTHA BOL LYRICS-
” মনের কথা বল – মনের কথা বল
মনের কথা বল – মনের কথা বল। “
যেভাবে ধীরে ধীরে বেড়ে চলেছে
মনে ভালোবাসা,
সেখানে তোকে ছাড়া চায় না কিছু
মন চাইছে তোর ইশারা। – [ ২ বার ]
ভালোবাসা, কাকে বলে
বুঝিনি আমি আগে,
এলোমেলো, সবকিছু,
কেন যে ভালো লাগে !
আজ তুই মনের কথা বল,
শুনি তোর মনের কথা বল,
রে আজ তুই মনের কথা বল,
শুনি তোর মনের কথা বল।
মনের কথা বল –
শুনি তোর মনের কথা বল।
রে আজ তুই মনের কথা বল,
শুনি তোর মনের কথা বল।
তোর চোখে চোখ রেখে আমি যে
প্রেমে পড়ে গেলাম,
নেশা নেশা দু’চোখে কত কি
স্বপ্ন দেখে নিলাম। – [ ২ বার ]
ভালোবাসা, কাকে বলে
বুঝিনি আমি আগে,
এলোমেলো, সবকিছু,
কেন যে ভালো লাগে !
আজ তুই মনের কথা বল,
শুনি তোর মনের কথা বল,
রে আজ তুই মনের কথা বল,
শুনি তোর মনের কথা বল।
রে আজ তুই মনের কথা বল,
শুনি তোর মনের কথা বল।
রে আজ তুই মনের কথা বল,
শুনি তোর মনের কথা বল।
বেপরোয়া এ ভালোবাসা যে
কোনো বাঁধ মানে না।
গা ভাসিয়েছি আজকে তোর স্রোতে
আর কিছু বুঝিনা। – [ ২ বার ]
ভালোবাসা – কাকে বলে
বুঝিনি আমি আগে,
এলোমেলো, সবকিছু,
কেন যে ভালো লাগে !
রে আজ তুই মনের কথা বল,
শুনি তোর মনের কথা বল।
রে আজ তুই মনের কথা বল,
শুনি তোর মনের কথা বল। – [ ২ বার ]