Mone Pore Na Lyrics | by Minar | ft F S Nayeem , Orsha , S N Joni

Mone Pore Na Lyrics-by Minar,ft F S Nayeem , Orsha , S N Joni
Mone Pore Na Lyrics | by Minar | ft F S Nayeem , Orsha , S N Joni Singer : Minar
Song : Mone Pore Na
Cast : F S Nayeem , Orsha , S N Joni
Director : Sardar Rokon
Lyric : Anik Khan
Tune : Minar
Music : Pavel Areen
Label : G Series
Mone Pore Na Lyrics-
রাচীন প্রিয় গানের কথায়
মিনিট জুড়ে নীরবতায়
খুব রোদেলা গ্রীষ্মদিনে
প্রাপ্য কোন স্নেহের ঋণে
উলটে রাখা উপন্যাসে
বৃক্ষ লতা দূর্বা ঘাসে
প্রতিদিনের ঘরে ফেরায়
আপন মনে কাগজ ছেঁড়ায়
অহ হ অহ হ অহ হ…
উফ হু উ উ উ……

অনেক দূরের হাতছানিতে
সফলতা আর গ্লানিতে (২ বার)

বন্ধু, তোকে আমার আর তেমন পড়ে না মনে
ব্যস্ত আমি শ্বাস টানাই রঙ্গিন আয়োজনে(২ বার)

কাজের নানা উপদেশে
গম্ভীরতার ছদ্মবেশে
হেরে গলায় গান গাওয়াতে
ধুলোবালি ঝড় হাওয়াতে
জন্মদিনের উপহারে
ছুটির দিনে শুক্রবারে
পাঠ্য বইয়ে পড়ার চাপে
অকারণে মন খারাপে
এহ হে এহ হে এহ হে..
উফ হু উ উ উ..

আর কবিতার এই মিছিলে
মিথ্যে কিছু অন্তমিলে ( ২ বার)

বন্ধু, তোকে আমার আর তেমন পড়ে না মনে
ব্যস্ত আমি শ্বাস টানাই রঙ্গিন আয়োজনে(২ বার)

বন্ধু, তোকে আমার আর তেমন পড়ে না মনে
ব্যস্ত আমি শ্বাস টানাই রঙ্গিন আয়োজনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *