Mone Mone Mile Geche Lyrics (মনে মনে মিলে গেছে) – Imran Mahmudul
Song: Mone Mone
Short film: Amar Aktai Tumi
Vocal, Tune & Composition: Imran Mahmudul
Lyricist: Snahashish Ghosh
Story, Script & Direction : Swaraj Deb
DOP: Aamir Hamza
Edit & Color: Shahriar Shahrukh
Produced by: Adbox
Lebel: Gaan-Box
Mone Mone Mile Geche Song Full Lyrics:
মনে মনে মিলে গেছে
প্রেম তাই হয়ে গেছে।
খুব ভালো আছি দুজনে
এভাবেই দিন চলেছে।
পাশা পাশি দুজন রবো সারাটি জীবন
আর কিছু নেই প্রয়োজন..
ও মনে মনে মিলে গেছে
প্রেম তাই হয়ে গেছে।
খুব ভালো আছি দুজনে
এভাবেই দিন চলেছে।
তোমাকে পেয়ে যেন সব কিছু ভুলেছি,
স্বপ্নের পাড়াতে দুজন বাসা বেধেছি।
পাশা পাশি দুজন রবো সারাটি জীবন
আর কিছু নেই প্রয়োজন।
ও মনে মনে মিলে গেছে
প্রেম তাই হয়ে গেছে।
খুব ভালো আছি দুজনে
এভাবেই দিন চলেছে।
দুজন একই সাথে চলেছি যে পথে,
সরবো না সেই পথ থেকে কোনো মতে।
পাশা পাশি দুজন রবো সারাটি জীবন
আর কিছু নেই প্রয়োজন।
ও মনে মনে মিলে গেছে
প্রেম তাই হয়ে গেছে।
খুব ভালো আছি দুজনে
এভাবেই দিন চলেছে।