Mon Theke Bolini Lyrics (মন থেকে বলিনি) – Imran

Mon Theke Bolini Lyrics (মন থেকে বলিনি) – Imran
Mon Theke Bolini Lyrics (মন থেকে বলিনি) - ImranSong: Mon Theke Bolini
Drama: Pashapashi Bebodhan
Singer: Imran Mahmudul
Lyrics & Tune: Snashish Ghosh
Music: Rezwan Sheikh
Direction: B.U. Shuvo
DOP: Asaduzzaman Asad
Edit & Color: Mohammad Raju
Dedicated: RingID Presents
Label: Suranjoli

Mon Theke Bolini Lyrics :

তুমি ছাড়া ভালো আছি
যতই তা বোঝাই,
আসলে কি তুমি ছাড়া
ভালো থাকা যায়।

তোমাকে যে আর আমি
ভালোবাসি না একদমই
মন থেকে বলিনি কোন দিনই,
তুমি ছাড়া কখনো কি
ভালো থাকা যায়।

কতকিছু বলে ফেলি, অভিমান হলে
সব কথা তার ধরে নিলে
জীবন কি চলে।

অভিমানী আমিটাতো
আমার আমি না তো
চোখ দেখে তুমি কি, বোঝ নি ?
তুমি ছাড়া কখনো কি
ভালো থাকা যায়।

তুমি ছাড়া দিন চলে না
একটাও যে আমার,
এতদিনে বোঝনি কি, জায়গাটা তোমার।

তোমাকে যে আর আমি
ভালোবাসি না কদমই
মন থেকে বলিনি কোন দিনই,
তুমি ছাড়া কখনো কি
ভালো থাকা যায়।

Play on YouTube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *