MON PRIYA (মন প্রিয়া) LYRICS – Tanjib Sarowar, Moutushi

MON PRIYA (মন প্রিয়া) LYRICS – Tanjib Sarowar, Moutushi
MON-PRIYA-মন-প্রিয়া-LYRICS-Tanjib-Sarowar-Moutushi Singers: Tanjib Sarowar & Moutushi
Lyric & Tune: Tanjib Sarowar
Music: Sajid Sarker
Label: Gaanchill Music
MON PRIYA LYRICS-
মন খুলে আমার চোখে রাখো চোখ
মন পাড়ায় তোমার সাথেই দেখা হোক
আমি মাটি থেকে আসমান মরণ জীবন
তোমায় দিয়ে দিলাম।

মন পিয়ারে চল মনের বাড়িতে,
মন প্রিয়ারে জ্বলে বুকের ভেতরে (x2)

কাগজে কলমে লিখি গোপনে,
পাঠাবো হাওয়াতে ভালোবাসা লিখে।
তুমি চুপচাপ, আমি চুপচাপ,
থমকে থাকা রাত,
শুধু গল্প হোক আর স্বল্প হোক
ভালোবাসা থাক।

আমি মাটি থেকে আসমান মরণ জীবন
তোমায় দিয়ে দিলাম ..

মন পিয়ারে চল মনের বাড়িতে,
মন পিয়ারে জ্বলে বুকের ভেতরে (x2)

তুমি আমি আর কিছু কথা
সাজিয়ে রেখেছি খুব ভালোবাসা।
মন ছুঁয়ে ছুঁয়ে দেখো,
খুঁজে খুঁজে দেখো পাবে আমাকে
মিষ্টি করে বলো দুষ্টুমির ছলে,
আমারই হবে।

আমি মাটি থেকে আসমান মরণ জীবন
তোমায় দিয়ে দিলাম ..
মন খুলে আমার চোখে রাখো চোখ
মন পাড়ায় তোমার সাথেই দেখা হোক
আমি মাটি থেকে আসমান মরণ জীবন
তোমায় দিয়ে দিলাম।
মন পিয়ারে চল মনের বাড়িতে,
মন পিয়ারে জ্বলে বুকের ভেতরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *