Mon Posh Manena Lyrics (মন পোষ মানেনা) – Tanjib Sarowar
Song: Mon Posh Manena
Vocal, Lyrics & Tune: Tanjib Sarowar
Music: Sajid Sarker
Director: Taneem Rahman Angshu
Label: Cd Choice
Mon Posh Manena Song Lyrics:
ব্যথা দিয়ে যায় পাখি উড়ে দূর বনে
কথা দেয়া তাই চেয়ে থাকি সেই নীড়ে,
সে পথে চোখ রাখা, রাত গুনে জাগা
আর চাই না,
বুঝিয়েছি শত, এ মনটা কে কত
তাও শোনে না,
এ মন পোষ মানে না তুই ছাড়া
এ মন পোষ মানেনা তুই ছাড়া,
মন পোষ মানে না তুই ছাড়া
এ মন পোষ মানে না তুই ছাড়া।।
এই ভেতর আমার পোড়া অনলে
কেউ বোঝেনা যাতনা আহারে,
ওই পোষা পাখিটারে বলেছি
আমার স্বপ্ন নিয়ে যা তোর বাড়ি,
সে পথে চোখ রাখা, রাত গুনে জাগা
আর চাই না,
বুঝিয়েছি শত, এ মনটা কে কত
তাও শোনে না ..
এ মন পোষ মানেনা তুই ছাড়া
এ মন পোষ মানে না তুই ছাড়া,
মন পোষ মানেনা তুই ছাড়া
এ মন পোষ মানে না তুই ছাড়া ..