MON AMAR KEMON KEMON KORE (মন আমার কেমন কেমন করে) LYRICS – NAKASH AZIZ

MON AMAR KEMON KEMON KORE (মন আমার কেমন কেমন করে) LYRICS – NAKASH AZIZ
MON AMAR KEMON KEMON KORE (মন আমার কেমন কেমন করে) LYRICS Track Name : Mon Amar Kemon Kemon Kore
Singer : Nakash Aziz
Lyrics : Dolaan Mainnakk
Composition : Dolaan Mainnakk
Label : Eskay Movies
MON AMAR KEMON KEMON KORE LYRICS-
এতোদিন সাদা মনে কাদা লাগেনি,
প্রেম কি হয় তা আগে বুঝেও বুঝিনি।
এতোদিন সাদা মনে কাদা লাগেনি,
প্রেম কি হয় তা আগে বুঝেও বুঝিনি।

কে যেনো বড়শি দিয়া,
নিলো যে আমায় তুইলা,
বুকেরই মাঝে বাজে
তাক ধিনা ধিন ধিন রে !

মন আমার কেমন কেমন করে,
ও বধূ রে ,
মন আমার কেমন কেমন করে,
ও বধূ রে,
মন আমার কেমন কেমন করে।

আরে ঝপট ঝপট হেচঁর পেঁচর
কতো কিছু হয়,
তারে দেইখা দিল দরিয়ায়
যেন তুফান বয়। – [ ২ বার ]

তার ঐ রূপের ঝলক,
জ্বলে যে রজব মজব।
আমার এই বুকে বাজে
তাক ধিনা ধিন ধিন রে !

মন আমার কেমন কেমন করে,
ও বধূ রে !
মন আমার কেমন কেমন করে,
ও বধূ রে !
মন আমার কেমন কেমন করে।

আরে বধূ বিনে এ জীবনে
বেঁচে থাকা দায়,
কেমন কইরা পামু তারে
কইয়া দে উপায়। – [ ২ বার ]

তুই যে প্রাণ সজনী,
তোকে নিয়ে স্বপ্ন বুনি,
আমার এই বুকে বাজে
তাক ধিনা ধিন ধিন হা!

মন আমার কেমন কেমন করে,
ও বধূ রে !
মন আমার কেমন কেমন করে,
ও বধূ রে !
মন আমার কেমন কেমন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *