Mon Aamar Lyrics (মন আমার) Shesh Theke Shuru

Mon Aamar Lyrics (মন আমার) Shesh Theke Shuru
Mon Aamar Full Lyrics (মন আমার) Shesh Theke ShuruMovie: Shesh Theke Shuru
Song: Mon Amar
Singer: Arko Pravo Mukherjee
Music: Arko
Lyrics: Pranjol
Director: Raj Chakraborty
DOP: Manas Ganguly
Label: Grassroot Entertainment

Mon Aamar Lyrics In Bangla:

মন ভেবেছে আমার হবি,
মন এঁকেছে মনের ছবি।

কোন হাওয়া তে, কুয়াশা কেটে যায়
তুই দাঁড়িয়ে, এই শহর হেঁটে যায়।

মন আমার ও মন আমার,
এই মন আমার।
খোঁজে যত্ন তোর,
স্বপ্নে বিভোর দু’নয়ন আমার।

মন ভেবেছে আমার হবি,
মন এঁকেছে মনের ছবি।

সব কিছু রইলো তোর হাতে
তোর পিছু নি জোনাকি রাতে,
তোর কিচ্ছু যায় আসেনা তাতে
বুঝবি বল, কবে বুঝবি বল?
তোরই হাসির গল্প বাজে কানে
ফিরে আসি মুগ্ধ সে উজানে
বানভাসি রা ভাসতে থাকা জানে
খুঁজবি চল, আলো খুঁজবি চল।

মন আমার ও মন আমার,
এই মন আমার।
খোঁজে যত্ন তোর,
স্বপ্নে বিভোর দু’নয়ন আমার।

মন ভেবেছে আমার হবি,
মন এঁকেছে মনের ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *