MISTI PREM LYRICS (মিষ্টি প্রেম) – HABIB WAHID
Song: Misti Prem
Singer: Habib Wahid
Lyrics: Dr. Ratim Mir(Not Verified)
Tune: Habib Wahid
Music: Habib Wahid
MISTI PREM (মিষ্টি প্রেম) LYRICS Song in BANGLA:
যে ভুল কাছে আনে,
খুঁজি না তার মানে,
শুধু চোখ বুঝে
রুপকথা দেখে যাই।
গোপনে লেখা গানে,
ছুঁয়ে যে গেছে প্রানে,
এক মিষ্টি প্রেমে রোশনাই। – [২-বার]
ধীরে ধীরে জমে ওঠে,
না বলা কথা ঠোটে,
আর ফুল হয়ে ফোটে
মায়াবী অবেলায়। – [২-বার]
বিবাগী দখিনে,
সে কথা রটে যায়,
ভালোবাসা হয়ে হায়
পাঁজরে নেয় ঠাই।
সে কাছে চলে
এলে না আর ছায়া ফেলে,
ভালো লাগে যে চোখ মেলে,
যেদিকে তাকাই।
যে ভুল কাছে আনে,
খুঁজি না তার মানে,
শুধু চোখ বুঝে
রুপকথা দেখে যাই।
গোপনে লেখা গানে,
ছুঁয়ে যে গেছে প্রানে,
এক মিষ্টি প্রেমে রোশনাই।
You may also like –
Coffee Houser Sei Addata Aaj Aar Nei Lyrics (কফি হাউসের সেই আড্ডাটা)
Oviman Lyrics (অভিমান) – Tanveer Evan [Best Friend 3]
Bojhe Na Bou Lyrics (বোঝেনা বউ) Tahsan Khan – Safa Kabir
Babu Khaicho Lyrics (বাবু খাইছো) DJ Maruf
Jawl Phoring 2 Lyrics (জল ফড়িং ২) Anupam Roy [Prem Tame]
Amar Aguner Chhai Lyrics (আমার আগুনের ছাই) Raj Barman – Mon Jaane