Megh Boleche Jabo Jabo Lyrics (মেঘ বলেছে যাবো যাবো) Rabindra Sangeet
Song Name: Megh Boleche Jabo Jabo
Lyricist: Rabindranath Tagore
Taal: Teyora
Raag: Behag
Megh Boleche Jabo Jabo Lyrics:
মেঘ বলেছে যাবো যাবো
রাত বলেছে যাই,
সাগর বলে কূল মিলেছে
আমি তো আর নাই,
মেঘ বলেছে যাবো যাবো।
দুঃখ বলে রইনু চুপে
তাঁহার পায়ের চিহ্নরূপে,
আমি বলে মিলাই আমি
আর কিছু না চাই,
মেঘ বলেছে যাব যাব।
ভুবন বলে তোমার তরে
আছে বরণমালা,
গগন বলে তোমার তরে
লক্ষ প্রদীপ জ্বালা,
প্রেম বলে যে যুগে যুগে
তোমার লাগি আছি জেগে,
প্রেম বলে যে যুগে যুগে
তোমার লাগি আছি জেগে,
মরণ বলে আমি তোমার জীবনতরী বাই।
মেঘ বলেছে যাবো যাবো।