Mayabono Biharini Horini (মায়াবন বিহারীনি) Lyrics – Somlata – Rabindra Sangeet
Song Details:
Movie Name: Bedroom (2011)
Singer: Somlata Acharya Chowdhury
Music Arranged: Rupam Islam
Mayabono Biharini Lyrics:
মায়াবন বিহারীনি হরিনী,
গহন-স্বপন-সঞ্চারিণী,
কেন তারে ধরিবারে করি পণ অকারণ
মায়াবন বিহারীনি।
থাক্ থাক্ নিজমনে দূরেতে,
আমি শুধু বাঁশরীর সুরেতে (x2)
পরশ করিব ওর প্রাণমন অকারণ।
মায়াবন বিহারীনি।
চমকিবে ফাগুনেরও পবনে,
পশিবে আকাশবানী শ্রবণে
চমকিবে ফাগুনেরও পবনে
চিত্ত আকুল হবে অনুখন অকারণ।
দূর হতে আমি তারে সাধিব
গোপনে বিরহডোরে বাঁধিব (x2)
বাঁধন-বিহীন সেই, যে বাঁধন অকারণ।
মায়াবন বিহারীনি,
মায়াবন বিহারীনি হরিনী,
গহন-স্বপন-সঞ্চারিণী,
কেন তারে ধরিবারে, করি পণ অকারণ
মায়াবন বিহারীনি।
May you also like –