Maya Maya Mon Lyrics (মায়া মায়া মন) Ahmmed Humayun
Song: Maya Maya Mon
Drama: Thakbe Mone
Singer: Ahmed Humayun
Lyrics: Shomeshwar Oli
Tune & Music: Ahmmed Humayun
Director: Mizanur Rahman Aryan
Label: DHRUBA MUSIC STATION
Maya Maya Mon Lyrics In Bangla:
এক পাশে আমি, অন্য পাশে আমি
মাঝখানে তুমি, তুমি নিরুত্তর।
কোনো বাজি ধরিনি, প্রশ্ন করিনি
চারপাশে শূন্য বহে বালি ঝড়।
জানি আমার মনের মতো ঘটবেনা কিছু
মায়া মায়া মন যায় ছুটে ছায়ার পিছু পিছু।
অদৃশ্য এক আঁচলে মুখ লুকিয়ে
আমার এ চোখ সেরে যাবে একদিন,
সুবর্ণ নয় তবু কিছু কিছু স্বপ্ন
বুকের মাঝে কোন রঙ্গেতে বিলীন।
কোনো বাজি ধরিনি, প্রশ্ন করিনি
চারপাশে শূন্য বহে বালি ঝড়।
জানি আমার মনের মতো ঘটবেনা কিছু
মায়া মায়া মন যায় ছুটে ছায়ার পিছু পিছু।
এক পাশে আমি, অন্য পাশে আমি
মাঝখানে তুমি, তুমি নিরুত্তর।
কোনো বাজি ধরিনি, প্রশ্ন করিনি
চারপাশে শূন্য বহে বালি ঝড়।
জানি আমার মনের মতো ঘটবেনা কিছু
মায়া মায়া মন যায় ছুটে ছায়ার পিছু পিছু।
মায়া মায়া মন লিরিক্স Song:
Ek pashe ami, onno pashe ami
Majhkhane tumi, tumi niruttor
Kono baaji dhorini, proshno korini
Charpashe shunno bohe bali jhor
Jani amar moner moto ghotbe na kichu
Maya maya mon jaay chute chayar pichu pichu
Adrisho ek achole mukh lukiye
Amar e chokh sere jabe ekdin
Suborno noy tobu kichu kichu shopno
Buker majhe kon rongete bilin
May you also like –