MAYA LYRICS (মায়া) Sadman Pappu – 2019
Singer: Sadman Pappu
Lyric and Tune: Nirmal Dash
Music: Amzad Hossain
Director: Saiful Islam Roman
DOP: Sani khan
Edit: Anoy shohag
Label: Dhruba Music Station
Maya Lyrics:
তারে দেখলে লাগে মায়া গো
আমার কলিজায়,
মন কাড়িলো ঐ রূপসী,
চোখের ইশারায় ।
তারে নিয়া স্বপ্ন সাজাই,
তারে নিয়া স্বপ্ন সাজাই
মনের মণিকোঠায় গো,
মনের মণিকোঠায় ।
তারে দেখলে লাগে মায়া গো
আমার কলিজায়,
মন কাড়িলো ঐ রূপসী,
চোখের ইশারায় ।
মনে আমার লেগেছে আজ
সুখের পুবাল হাওয়া,
তাকে ঘিরে এখন আমার
সকল চাওয়া পাওয়া ।
যাও রে হাওয়া উইড়া উইড়া,
যাও রে হাওয়া উইড়া উইড়া
প্রান বন্ধুর ঠিকানায়,
মন কাড়িলো ঐ রূপসী,
চোখের ইশারায় ।
তারে দেখলে লাগে মায়া গো
আমার কলিজায়,
মন কাড়িলো ঐ রূপসী,
চোখের ইশারায় ।
মন কাড়িয়া মনের মানুষ
থাকে যদি দূরে,
ছটফট করে পরান পাখি
একলা মনের ঘরে ।
কেমন করে বুঝাই তারে,
কেমন করে বুঝাই তারে
বেঁচে থাকা দায় গো
বেঁচে থাকা দায় ।
তারে দেখলে লাগে মায়া গো
আমার কলিজায়,
মন কাড়িলো ঐ রূপসী,
চোখের ইশারায় ।
তারে নিয়া স্বপ্ন সাজাই,
তারে নিয়া স্বপ্ন সাজাই
মনের মণিকোঠায় গো,
মনের মণিকোঠায় ।
তারে দেখলে লাগে মায়া-গো
আমার কলিজায়,
মন কাড়িলো ঐ রূপসী,
চোখের ইশারায় ।
মায়া Full Lyrics 2019 –
Taare dekhle laage maya go amar kolijay
Mon karilo oi ruposhi chokher isharay
Tare niya shopno sajai
Moner monikothay go
Mone amar legeche aaj sukher pubal hawa
Take ghire ekhon amar sokol chawa pawa
Jao re hawa uira uira pran bondhur thikanay
Mon karilo oi ruposhi chokher isharay
Mon kariya moner manush thake jodi dure
Chotfot kore poran pakhi ekla moner ghore
Kemne kore bujhai taare beche thaka daay go