Maya Cycle Lyrics (মায়া সাইকেল) – Aluminium Er Dana
Song: Maya Cycle
Band: Meghdol
Album: Aluminium Er Dana
Lyrics: Shibu Kumer Shill
Composition: Rasheed Sharif Shoaib &
Shibu Kumar Shill
Maya Cycle Lyrics :
দেখা যাক, দেখা
যত দূর যেতে চায় যাক,
তুমি থাকো, রাখো
এই নাই হয়ে যাওয়া শূন্যস্থান,
হরিণের গা মায়া সাইকেল
নিঝুম বৃন্দাবন।
রেখা, জলের মতো একা
দেখি কতদূর সয়, কেমন করে রয়।
রাখো এইখানে হাত, সাত আর পাঁচ
তবে চল ভেবে দেখা যাক।
পথের দৃশ্য শেষে
কিছু ছবির মতো দিন,
পাতার সংসার কিছু আলোর ইশারা,
পাতার সংসার কিছু আলোর ইশারা।
ঘুমের রেস্তোরা, রাখো এইখানে ঠোঁট,
নির্লোভ, জমে থাকা ভোর,
হরিণের গা মায়া সাইকেল
নিঝুম বৃন্দাবন ..
দেখা যাক, দেখা
যত দূর যেতে চায় যাক,
তুমি থাকো, রাখো
এই নাই হয়ে যাওয়া শূন্যস্থান।