MAYA BARAICHE (মায়া বাড়াইছে) LYRICS – RUPSA
Song Name : Maya Baraiche
Singer : Rupsa
Lyrics :K Zia
Music : Ibne Razon
Label : Dhruba Music Station
MAYA BARAICHE LYRICS-
আমার সোনাবন্ধু কই ?
তাকে ছাড়া কেমনে রই ?
মনের খোঁজে ঘুম হারাইছে।
আমার ঘরে রয় না মন,
কি করি এখন ?
বন্ধু আমার মায়া বাড়াইছে।
ডাকলে কাছে – দূরে যায়,
ধরতে গেলে – উড়ে যায়,
তবু তারে করিবো আপন।
বন্ধু আমার মায়া বাড়াইছে,
বন্ধু আমার মায়া বাড়াইছে।
মনের ভেতর মনের টান,
কলিজাতে হয় তুফান,
আমি ছাড়া কেউ জানে না।
যত দেখি লাগে ভালো,
স্বপ্ন ছড়ায় রঙিন আলো,
তাকে ছাড়া কিছু বুঝি না।
ডাকলে কাছে – দূরে যায়,
ধরতে গেলে – উড়ে যায়,
তবু তারে করিবো আপন।
বন্ধু আমার মায়া বাড়াইছে,
বন্ধু আমার মায়া বাড়াইছে।
ইচ্ছে করে মেঘের ভাঁজে,
লুকাই আমি সকালসাঁঝে,
ভাবনা লুকাই সুখের ছলনায়।
যখন আধার আসে তেড়ে,
শুন্য খাঁচা আঁকড়ে ধরে,
তখন খুঁজি আপন ঠিকানা।
ডাকলে কাছে – দূরে যায়,
ধরতে গেলে – উড়ে যায়,
তবু তারে করিবো আপন।
বন্ধু আমার মায়া বাড়াইছে,
বন্ধু আমার মায়া বাড়াইছে।
বন্ধু আমার মায়া বাড়াইছে,
বন্ধু আমার মায়া বাড়াইছে। – [ ২ বার ]