Krodh Lyrics (ক্রোধ) Minar Rahman – Danpite Album
Song: Krodh
Album: Danpite
Vocal, Tune & Lyrics: Minar Rahman
Music: Tahsan
Natok: Chilekothar Chirkutt
Director: Mehedi Hasan Mukul
Label: G-Series
ক্রোধ লিরিক্স – মিনার রহমান – ডানপিটে অ্যালবাম :
দূর কোনো পথে,
আমার ছুটে ছুটে ছুটে পথ চলা
নীল কোনো সুরে,
আমার গাইতে গাইতে গাইতে কথা বলা।
আর বুঝি এই পথের শেষ হবেনা কোনো দিন
আর বুঝি এই গানের সুর কাটবেনা কোনোদিন।
দূর কোনো পথে,
আমার ছুটে ছুটে ছুটে পথ চলা
নীল কোনো সুরে,
আমার গাইতে গাইতে গাইতে কথা বলা।
আর বুঝি এই পথের শেষ হবেনা কোনোদিন
আর বুঝি এই গানের সুর কাটবেনা কোনো দিন।
দূর কোনো পথে,
আমার ছুটে ছুটে ছুটে পথ চলা
নীল কোনো সুরে
আমার গাইতে গাইতে গাইতে কথা বলা।
আগুনের বুকে ফুলে ফেঁপে উঠা
সেই ভেজা মাটির গন্ধ,
আঁধারের গান গাইতে গাইতে
পথ হারায় এক অন্ধ।
শিশির দল ঘাস থেকে ঘাসে
বাতাসের সাথে উড়ে,
আমি একা বসে শান্ত নির্জনে
শ্বাস নেই বুক জুড়ে।