Kotodur Lyrics (কতদুরে) Tahsan Khan
Song Name: Kotodur
Singer: Tahsan
Lyrics: Minar Rahman
Tune: Tahsan Khan
Music: Sajid Sarkar
Album: Uddessho Nei
Label: G Series
Kotodur Lyrics:
ওই দূরের আকাশ আজ রঙ্গিন হলো
বদলে যাওয়া নিয়মে,
তাই বদলে গেছে সব ইচ্ছেগুলো
সঙ্গী করে তোমাকে।
দেখো উড়ছে দূরে কত রঙ্গিন ঘুড়ি
উড়তে থাকা মিছিলে,
আর দেখছি তোমায় দু’চোখ জুড়ে
বন্দী তোমার মায়াতে।
কত দূর, কত পথ
একা একা ছুটে যাওয়া,
দিন শেষে পথের বাঁকে
অবাক হয়ে খুঁজে পাওয়া..
তোমাকে।
ঘুম ভেঙ্গে ওঠা
ভোরের উদাস হাওয়া,
চোখ মেলে তাকিয়ে।
ডানা মেলে ওড়া
স্মৃতির ঘরে ফেরা,
তোমায় জুড়ে হারিয়ে..
কতদূর, কত পথ
একা একা ছুটে যাওয়া,
দিন শেষে পথের বাঁকে
অবাক হয়ে খুঁজে পাওয়া ..
তোমাকে।
অনেক অবুঝ চাওয়া,
তোমায় ফিরে পাওয়া,
আঁধার কোথায় পালিয়ে।
মনের গহীন দ্বারে,
সময় কড়া নাড়ে,
আছো তুমি পাশে দাঁড়িয়ে..
কতদূর, কত পথ
একা একা ছুটে যাওয়া,
দিন শেষে পথের বাঁকে
অবাক হয়ে খুঁজে পাওয়া ..
তোমাকে।