Kothay Jabi Lyrics (কোথায় যাবি) Samz Vai
Song: Kothay Jabi
Singer: Samz Vai
Music: Tanzil Hasan
Lyrics & Tune: Samz Vai
Story & Directed by: Eagle Team
DOP: Rajon Romm
Edit: Imratul Islam
Color: Shamim Hossain
Produced by: Kachi Ahmed
Label: Eagle Music
Kothay Jabi Lyrics :
কতো কথা আমারো না বলা রয়ে যায়
স্মৃতি গুলো কেন আমাকে কাঁদায়,
জানি না কেন এমন হয় আমারই সাথে
ভালবাসা আমার না পাওয়াই রয়ে যায়।
আমারও তো মনে হয় থাকি তোমার পাশে
কি এমন তোমারও হয় আমায় ভাল বাসিলে,
কেন কর এমন বলনা?
ভালবাসি বলে কেন কর ছলনা?
বল তুই কোথায় যাবি এই আমারে ছাড়ি?
বল আমার মত আর তুই কোথায় পাবি,
কোথায় যাবি? ..
মনে মনে ভেবে আর লাভ নেই আমারও
আমার কেন ইচ্ছা হয় থাকতে পাশে তোমারও।
তবু বুঝিনা কেন জানিনা
এ কেমন মায়া তোমারও,
আমাকে রাখে ঘিরে, আসতে চায় ফিরে
তবু পারিনা ফিরতে আমার এ ঘরে,
হারিয়ে যাই বারেবারে তোমার কাছে।
ভালো তো লাগে না,
একা থাকার যন্ত্রনা
তুমারো অই দু চোখে আমার
ভালোবাসার ঠিকানা।
বল তুই কোথায় যাবি
এই আমারে ছাড়ি?
বল আমার মত আর তুই কোথায় পাবি?
কোথায় যাবি?..