Kopaler Bhaanje Lyrics (কপালের ভাঁজে) – Piya Chakraborty, Anupam Roy
Song: Kopaler Bhanje Gari Chole Sara Raat (কপালের ভাঁজে গাড়ি চলে সারা রাত)
Singer: Piya Chakraborty
Music and Lyrics: Anupam Roy
Kopaler Bhaanje Lyrics In Bengali:
কপালের ভাঁজে গাড়ি চলে সারা রাত
চাকার আঘাতে খানিকটা উঁচু-নিচু
অহংকারটা চিরদিনই রয়ে গেলো
তাই চোখের আড়ালে থেকে গেলো কত কিছু (x2)
কারোর পায়ের শব্দ আমি মন প্রাণ দিয়ে চাইছি
নিঃস্বাশ তুমি ফিরে যাও আমি যন্ত্রনা ভালোবাসছি
তাই ঝড়ের কাছাকাছি এই কাতর বিবরণ
এর পরেও জেগে থাকে পাথরকুচি মন
কপালের ভাঁজে গাড়ি চলে সারারাত।
ছটফট করে কাটা ঘুড়ি গুলো,
ধারালো সুতোর চিৎকার
নিস্তেজ আমি বসে থাকি,
কোনো দ্রুতগামী রেল কবেকার
তাই আমার গলা ভেঙ্গে এই কাতর বিবরণ
আর ঝড়ের কাছাকাছি এই পাথরকুচি মন
তাই আমার গলা ভেঙ্গে এই কাতর বিবরণ
আর ঝড়ের কাছাকাছি পাথরকুচি মন।
কপালের ভাঁজে গাড়ি চলে সারা রাত
চাকার আঘাতে খানিকটা উঁচু-নিচু
অহংকারটা চিরদিনই রয়ে গেলো
তাই চোখের আড়ালে থেকে গেলো কত কিছু,
তাই চোখের আড়ালে থেকে গেলো কত কিছু
চোখের আড়ালে থেকে গেলো কত কিছু।
কপালের ভাঁজে গাড়ি চলে সারা রাত Bangla লিরিক্স:
Kopaler Bhaje Gari Chole Sara raat
Chakar aghate khanikta uchunichu
Ohongkar ta chirodini roye gelo
Tai chokher arale theke gelo koto kichu
Karur payer shobdo ami mon praan diye chaichi
Niswash tumi fire jao ami jontrona valobashchi
Tai jhorer kachakachi ei kator biboron
Er poreo jege thake pathor kuchi mon
Kopaler Bhanje Gari Chole Sararat
Chotfot kore kata ghuri gulo,
dhralo sutor chitkar
Nistej ami boshe thaki,
kono drutogami rail kobe kar
Tai amar gola venge ei kator biboron
Aar jhorer kachakachi ei pathorkuchi mon
Kopaler Bhaanje Gari Chole Sara raat.
You may also like –
Bhalo Theko 19 Lyrics – Anupam Roy (ভালো থেকো ১৯)
Miss Understanding Lyrics by Anupam Roy
Je Kawta Din Lyrics (যে কটা দিন) Anupam Roy
Khoma Koro Lyrics (ক্ষমা করো) Anupam Roy