Konya Re Lyrics (কন্যা রে) Ke Tumi Nandini – Bonny Sengupta
Song: Konya Re
Movie: Ke Tumi Nandini
Singers: Ishan Mitra and Trissha Chatterjee
Additional Vocal: Tapas Dhar
Lyrics: Debayan Tarafder and Prasen
Music Director: Amlaan
Director: Pathikrit Basu
D.O.P: Indranath Marrick
Choreography: Baba Yadav
Music Label: SVF
Konya Re Lyrics In Bangla :
কন্যা রে, কন্যা রে,
তোর রূপের মধু মন ভোলায়
আঁকে বাঁকে রোদ ডাকে তোর গালে রাঙা রং মাখায়।
মিছে বায়না করে আয় না তোর চোখেরই ভাষায়,
চাঁদ লাজে এসে কাছে তোর কাজলে লুকায়।
উড়ে যাই ডানা মেলে আজ রে কন্যা,
দক্ষিণে উতলা বাতাস।
তোর আশায় পথ চেয়ে একতারাটা গাইছে গান,
তোর পথে রুজ ফোঁটে ফুলেদেরই অভিমান।
মিছে বায়না করে আয় না তোর চোখেরই ভাষায়,
চাঁদ লাজে এসে কাছে তোর কাজলে লুকায়।
উড়ে যাই ডানা মেলে আজ রে কন্যা,
দক্ষিণে উতলা বাতাস।
তোর কাঁধে ঢেউ দিলে মোর গাঙে ওঠে বান,
তোর চুলে মন ভুলে বাতাস ও গেয়েছে গান।
মিছে বায়না করে আয় না তোর চোখেরই ভাষায়,
চাঁদ লাজে এসে কাছে তোর কাজলে লুকায়।
উড়ে যাই ডানা মেলে আজ রে কন্যা,
দক্ষিণে উতলা বাতাস।