Kobe Ashbe Lyrics (কবে আসবে) Ishan Mitra – Mukherjee Dar Bou
Song: Kobe Ashbe
Singer: Ishan Mitra
Music Director: Indraadip Das Gupta
Lyrics: Dipangshu Acharya
Music programming: Amit- Ishan
Mixing And mastering: Amit Chatterjee
Director: Pritha Chakraborty
Kobe Ashbe Lyrics In Bengali:
কবে আসবে পাশে, কবে বাসবে ভালো।
আমি নীলচে ঝিলে নিরালায়,
দুচোখে নেভানো জানলায়।
এই আলগা বুকের ভেতর,
শুধু ঝরছে আদর, আদর।
কে যে ডাকছে আমার কিনারায়,
এভাবে ডেকোনা ইশারায়।
দূরে আকাশ পরীর,
জ্বরে পুড়লো শরীর।
সে তো তারায় জাগে
তারও একা লাগে।
মেঘে মেঘে অগোছালো।
কবে আসবে পাশে, কবে বাসবে ভালো।
আমি নীলচে ঝিলে নিরালায়,
দুচোখে নেভানো জানলায়।
কাটে দিন বাঁধা গতে,
সাহসী বারাত হাঁটে সারারাত পথে পথে।
হাসে চাঁদ চেনা ঠোঁটে,
ছায়ার হরিণ, ভারী অমলিন কেঁপে ওঠে।
দূরে আকাশ পরীর,
জ্বরে পুড়লো শরীর।
সে তো তারায় জাগে
তারও একা লাগে।
মেঘে মেঘে অগোছালো।
কবে বসবে পাশে, কবে বাসবে ভালো।
আমি নীলচে ঝিলে নিরালায়,
দুচোখে নেভানো জানলায়।
কবে আসবে Lyrics –
Kobe Ashbe Pashe Kobe basbe valo
Ami nilche jhiley niralay
Duchokhe nebhano janalay
Ei aalga buker bhetor
Shudhu jhorche aador, aador
Ke je dakche amar kinaray
Ebhabe dekona isharay
Durey akash porir Jwore purlo shorir
Sey toh taray jage Taro eka laage
Meghe meghe ogochalo
Kaate din bandha gotey
Sahoshi barat haate sara raat pothe pothe
Haase chand jeno thote
Chayar horin bhari omolin kepe othey