Kichukkhon Lyrics (কিছুক্ষণ) Tahsan
Song: Kichukkhon
Album: Krittodasher Nirban
Singer: Tahsan
Lyrics, Tune & Music: Tahsan Khan
Natok: Gangstar Papa
Director: Humayun Rashid Samrat
Label: G Series
Kichukkhon Lyrics –
তারা হয়ে তোমার আকাশে
যদি আমি ভাসতে পারি,
সুখ পাখি হয়ে তোমার মনে
যদি বাসা বাধতে পারি।
চাইতে পারি তোমার কাছে
প্রেম আজ কিছুক্ষণ ..
রাতের আকাশ থেকে ছিনিয়ে এনে দাও
তারার মেলার ছবি,
রূপকথার রূপে লিখে দাও
জীবন স্রোতের এই নদী।
রঙধনুর আদলে রাঙ্গিয়ে দাও
মনের আকাশে রবি..
ভয় পাবোনা, ভুল বুঝবো না।
তারা হয়ে তোমার আকাশে
যদি আমি ভাসতে পারি,
সুখ পাখি হয়ে তোমার মনে
যদি বাসা বাঁধতে পারি।
চাইতে পারি তোমার কাছে
প্রেম আজ কিছুক্ষণ ..
রাতের আকাশ থেকে এনে দাও
রূপকথার রূপে লিখে দাও
জীবন স্রোতের এই নদী।
রঙধনুর আদলে রাঙ্গিয়ে দাও
মনের আকাশে রবি..
রঙধনুর রঙে রাঙ্গিয়ে দাও..
রাতের আকাশ থেকে ছিনিয়ে এনে দাও
তারার মেলার ছবি,
রূপকথার রূপে লিখে দাও
জীবন স্রোতের এই নদী।
রঙধনুর আদলে রাঙ্গিয়ে দাও
মনের আকাশে রবি..
রাতের আকাশ থেকে এনে দাও..
রূপকথার রূপে লিখে দাও..
রঙধনুর রঙে রাঙ্গিয়ে দাও …