Kichu Kotha Lyrics (কিছু কথা) Tahsan
Song: Kichu Kotha
Drama: Just Friends
Singer: Tahsan, Mithila
Lyrics: T I Antor
Tune & Music: Tahsan
Director: Mahmudur Rahman Hime
Label: Agniveena
Kichu Kotha Lyrics :
কিছু কথা বলেছি তোমায়
কিছু রেখেছি গোপন,
কিছু ব্যাথা দেখেছো তুমি
কিছুটা একান্ত আপন।
কিছু স্বপ্ন হাওয়াই ওড়ে
কিছু নিজের কাছে,
কিছু চাওয়া ভীষণ পোড়ে
কিছু বুকের মাঝে।
সব কিছু পেয়ে গেলে
পারো ভুলে যেতে,
কিছু ভালোবেসেছি তাই
কিছু রেখেছি হাতে।
কিছু কিছু দেইনি বলে
রেখোনা অভিমান,
যেটুকু তুমি পাওনি যেনো
সেইটুকুই মনের টান।
কত কিছু বদলে যাবে
সময়ের এই নিয়মে,
এই কিছুটা থাকনা তোলা
আগামীর কোনো খামে।
সবকিছু পেয়ে গেলে
পারো ভুলে যেতে,
কিছু ভালোবেসেছি তাই
কিছু রেখেছি হাতে।