Ki Tomar Naam Lyrics (কি তোমার নাম) – Minar Rahman

Ki Tomar Naam Lyrics (কি তোমার নাম) Bangla – Minar Rahman
Ki Tomar Naam Lyrics (কি তোমার নাম) - Minar RahmanSong Name: Ki Tomar Naam
Singer: Minar Rahman
Music: Sajid Sarkar

KI TOMAR NAAM BY MINAR LYRICS:

সারাক্ষণ , কেন যে ভাবাও ,
মায়াবী , মায়াজালে , জড়াও ।
নিজের মতোই হঠাৎ , দেখা দাও ।
ইচ্ছে করেই আবার , হারিয়ে যাও । [২ বার]

কোথায় থাকো ? কি তোমার নাম ?
কেন আবেগ মাখো অবিরাম । [২ বার]

কেন আবেগ মাখো অবিরাম ,

কখনো উড়াও …, কখনো ভাসাও …
কখনো ভাবাও… কখনো হাসাও । [২ বার]

অহর্নিশ , ঘুম হারা , চোখের পাতায় ,
কথা হয় , রাত ভর , তারায় তারায় ।
তোমার ভেতরে আজ নীরবতা ,
আমায় ঘিরে রাখে অস্থিরতা । [২ বার]

কোথায় থাকো ? কি তোমার নাম ?
কেন আবেগ মাখো অবিরাম । [২ বার]

কেন আবেগ মাখো অবিরাম……।

কখনো উড়াও.., কখনো ভাসাও …
কখনো ভাবাও… কখনো হাসাও । [২ বার]

You may also like –

Kalboishakhi Ashuk (কালবৈশাখী আসুক) Lyrics – Anupam Roy

REGULAR GUY LYRICS – Anupam Roy, Amyt Datta

Girl In A Bookstore Lyrics – Anupam Roy

DU MUTHO BIKEL ( দু মুঠো বিকেল ) LYRICS – Anupam Roy

Aaloshyo Lyrics (আলস্য) – Anupam Roy

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *