Ki Jala Dila Tumi Lyrics (কি জ্বালা দিলা তুমি) Imran Mahmudul
Ki Jala Dila Tumi Lyrics Song (কি জ্বালা দিলা তুমি) Imran MahmudulSong: Ki Jala Dila Tumi
Vocal, Tune & Music: Imran Mahmudul
Lyrics: Robiul Islam Jibon
Director: Saikat Reza
Sponsor By: EVALY
Label: Cd Choice

Ki Jala Dila Tumi Lyrics :

ছিলে তুমি এ মনের কত যে আপন
ভেঙ্গে দিলে সব আশা ঝড়েরই মতন,
তুমি জানো না দু’চোখে আমার
নদী বয়ে যায়,
তুমি দেখো না এই বুক টা কাঁপে
তোমারই ব্যথায়।

কি জ্বালা দিলা তুমি বন্ধুরে
মন তো আমার মানে না,
কি জ্বালা দিলা তুমি বন্ধুরে
প্রাণ তো আমার বোঝে না।

চলেই যদি যাবে তুমি এতটা আড়ালে
কাছে এসে কেন তবে দু’হাত বাড়ালে,
ছেড়ে গেলে অবেলায়, লাগে বড়ো অসহায়
মরে যাই, মরে যাই আর সহে না রে।

কি জ্বালা দিলা তুমি বন্ধুরে
মন তো আমার মানে না,
কি জ্বালা দিলা তুমি বন্ধুরে
প্রাণ তো আমার বোঝে না।

এঁকেছি তোমায় আমি সুখেরই তুলিতে
স্মৃতি গুলো ফিরে আসে, পারিনা ভুলিতে,
ছেড়ে গেলে অবেলায়, লাগে বড়ো অসহায়
মরে যাই, মরে যাই আর সহে না রে।

কি জ্বালা দিলা তুমি বন্ধুরে
মন তো আমার মানেনা,
কি জ্বালা দিলা তুমি বন্ধুরে
প্রাণ তো আমার বোঝেনা।

ছিলে তুমি এ মনের কত যে আপন
ভেঙে দিলে সব আশা ঝড়েরই মতন।