Ki Hobe Lyrics (কি হবে) Tahsan And Dola

Ki Hobe Lyrics (কি হবে) Tahsan And Dola
Ki Hobe Full Lyrics Song (কি হবে) Tahsan And DolaSong: Ki Hobe
Singer: Tahsan & Dola
Tune by: Sajid Sarker
Lyricist: Rakib Hasan Rahul
Studio: Said Sarker

Ki Hobe Lyrics:

কি হবে যদি আমি না থাকি
তোমার পথচলা হবে শূন্য একাকী।
আমি জানি সে ব্যথা, তাই যাবোনা দূরে
বারেবার থাকি ঘিরে তাই তোমারই হয়ে।

আমার সকল সুখের মানে শুধুই তুমি
বেঁচে থাকারও ইচ্ছেটাও শুধুই তুমি।
যাও যদি ভুলে ভিড় কোলাহলে
রাখবো আগলে,
হারাতে দেবোনা কখনো তোমায়
চোখের আড়ালে।

আধো আলো ঘেরা পথ
এ সময় থেমে যাক,
আমি থাকবো জড়িয়ে মায়ায়।
আধো আলো ঘেরা পথ
এ সময় থেমে যাক,
তুমি রেখো জড়িয়ে আমায়।

তুমি ভাসিয়ে নিও শীতল হাওয়ায়
যদি পুড়ি তপ্ত বেদনায়।
ভাবতে পারিনি অন্য কিছু আর
যখন এ মন দিয়েছি তোমায়।

আমি জানি সে কথা, তাই যাবোনা দূরে
বারেবারে থাকি ঘিরে তাই তোমারই হয়ে।

আমার সকল সুখের মানে শুধুই তুমি
বেঁচে থাকারও ইচ্ছেটাও শুধুই তুমি।
যাও যদি ভুলে ভিড় কোলাহলে
রাখবো আগলে,
হারাতে দেবোনা কখনো তোমায়
চোখের আড়ালে।

আধো আলো ঘেরা পথ
এ সময় থেমে যাক,
আমি থাকবো জড়িয়ে মায়ায়।
আধো আলো ঘেরা পথ
এ সময় থেমে যাক,
তুমি রেখো জড়িয়ে আমায়।

শুধু বাড়িয়ে রেখো হাতটা তোমার,
এইতো আছে একান্ত ভরসার।
দেখবো বলেই অদেখা দু’জনার
জীবন মরণ করেছি তোমার।

আমি জানি সে কথা, তাই যাবোনা দূরে
বারেবারে থাকি ঘিরে তাই তোমারই হয়ে।

আমার সকল সুখের মানে শুধুই তুমি
বেঁচে থাকারও ইচ্ছেটাও শুধুই তুমি।
যাও যদি ভুলে ভিড় কোলাহলে
রাখবো আগলে,
হারাতে দেবোনা কখনো তোমায়
চোখের আড়ালে।

আধো আলো ঘেরা পথ
এ সময় থেমে যাক,
আমি থাকবো জড়িয়ে মায়ায়।
আধো আলো ঘেরা পথ
এ সময় থেমে যাক,
তুমি রেখো জড়িয়ে আমায়।

May you also like –

Krodh Lyrics (ক্রোধ) Minar Rahman – Danpite Album
Ishq Khuda Hai Lyrics – Ke Tumi Nandini

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *