Keu Sukhi Noy Lyrics – LRB – Ayub Bacchu
Keu Sukhi Noy Lyrics – LRB – Ayub BacchuKeu Sukhi Noy Lyrics –
সুখেরই পৃথিবী,
সুখেরই অভিনয়
যত আড়াল রাখো,
আসলে কেউ সুখী নয়

নিজ ভুবনে চির দুখী,
আসলে কেউ সুখী নয়

তোমার দরজার
ওপাশে একজন
ভাবছ সে সুখী
মিথ্যে আয়োজন
নিজ ভুবনে
চির দুখী,
আসলে কেউ সুখী নয়

আশা দুরাশায়
দুলছে কেনো মন
সুখের চাদরে
জড়ানো প্রিয়জন
নিজ ভুবনে
চির দুখী,
আসলে কেউ সুখী নয়