Keno Bolte Pari Na Lyrics (কেন বলতে পারি না) – Minar Rahman

Keno Bolte Pari Na Lyrics (কেন বলতে পারি না) – Minar Rahman
Keno Bolte Pari Na Full Lyrics (কেন বলতে পারি না) Songs - Minar Rahman
Tele-film: Natokiyo Prem
Vocal & Lyrics: Minar Rahman
Music Director: Sajid Sarker
Directed by: Goutam Koiri
Produced by: Basic Studios Bangladesh

Keno Bolte Parina Lyrics by Minar Rahman:

Ei Shohore Joto Gaan, Miche Obhiman
Tomay Ghire…
Ghum Jorano Chokhe Shopno gulo Ghure
Oi Chokher Kone Jol, Vasche Tolomol
Obak Hoye
Neel Khamete Mora Chithi Arale

Ami Tumi Mile Neel Theke Neele
Jabo Ki Hariye
Dure Aro Dure, Digonto Periye
Ure Chola Shonkhochil e

Keno Je Ami Likhte Pari Na
Bhulte Pari na, Bolte Pari na Keno
Tomay kichu
Keno Je Ami Dishehara, Badhon Chara
Chute Cholchi Aajo, Tomar Pichu

Dur Pother Kono Baak
Diyeche Mone Daak, Bristi Hole
Megh Soriye Jabo Durer Akashe

Ei Ochena ami Roj, Korchi Tori Khoj
Jochna Hoye
Mon Volano Rode Miche Hariye

Tumi Chile Ogochore
Mon Volano Dupur Ghire, Eka
Ami Dekhechilam Tomay
Mukh Lukiye Jochnar Vaje Eka

Keno Bolte Pari Na Lyrics (কেন বলতে পারি না) In Bangla:

এই শহরে যত গান, মিছে অভিমান
তোমায় ঘিরে
ঘুম জড়ানো চোখে স্বপ্নগুলো ঘুরে
ঐ চোখের কোনে জল, ভাসছে টলমল
অবাক হয়ে
নীল খামেতে মোড়া চিঠি আড়ালে

আমি তুমি মিলে, নীল থেকে নীলে
যাবো কি হারিয়ে
দূরে আরো দূরে, দিগন্ত পেরিয়ে
উড়ে চলা শঙ্খচিলে…

কেন যে আমি লিখতে পারি না
ভুলতে পারি না, বলতে পারি না কেন
তোমায় কিছু
কেন যে আমি দিশেহারা, বাঁধন ছাড়া
ছুটে চলছি আজও, তোমার পিছু

দূর পথের কোনো বাঁক
দিয়েছে মনে ডাক, বৃষ্টি হলে
মেঘ সরিয়ে যাবো দূরের আকাশে

এই অচেনা আমি রোজ
করছি তারই খোঁজ
জোছনা হয়ে
মন ভোলানো রোদে মিছে হারিয়ে

আমি তুমি মিলে, নীল থেকে নীলে
যাবো কি হারিয়ে
দূরে আরো দূরে, দিগন্ত পেরিয়ে
উড়ে চলা শঙ্খচিলে …

কেন যে আমি লিখতে পারি না
ভুলতে পারি না, বলতে পারি না কেন
তোমায় কিছু
কেন যে আমি দিশেহারা, বাঁধন ছাড়া
ছুটে চলছি আজও, তোমার পিছু

তুমি ছিলে অগোচরে..
মন ভোলানো দুপুর ঘিরে.. একা
আমি দেখেছিলাম তোমায়..
মুখ লুকিয়ে জোছনার ভাঁজে, একা..

কেন যে আমি লিখতে পারি না
ভুলতে পারি না, বলতে পারি না কেন
তোমায় কিছু….
কেন যে আমি দিশেহারা, বাঁধন ছাড়া
ছুটে চলছি আজও, তোমার পিছু (x2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *