KENO AKHI CHOLO CHOLO (কেন আঁখি ছল ছল) LYRICS
Song: Keno Akhi Cholo Cholo
Singer: Agun
Lyric: Moniruzzaman Monir
Movie: Hridoyer Ayna
Production: Atlas Movies
Music: Alam Khan
Copyright & Distributed By Anupam Recording Media
Label: Anupam
KENO AKHI CHOLO CHOLO LYRICS IN BANGLA:
কেন আঁখি ছল ছল?
কেন চুল এলোমেলো?
হাসো না একটু হাসো না,
তুমি না হাসলে পাখিরা ডাকে না,
তুমি না হাসলে ফুলেরা ফোটে না। – [২-বার]
মুক্ত ঝরা মুখটি তোমার
থাকে যখন কালো,
মনে হয় মেঘের ভিড়ে,
সূর্য লুকিয়ে গেলো। – [২-বার]
কেন আঁখি ছল ছল?
কেন চুল এলোমেলো?
হাসো না – একটু – হাসো না,
তুমি না হাসলে ঝর্ণা ঝরে না,
তুমি না হাসলে নদীরা ছোটে না।
একটুখানি হাসো যদি,
তাঁরার মালা দেবো।
সাগরের গভীর থেকে
রত্ন কুড়িয়ে দেবো। – [২-বার]
কেন আঁখি ছল ছল?
কেন চুল এলোমেলো?
হাসো না একটু হাসো না,
তুমি না হাসলে বাসরী বাজে না,
তুমি না হাসলে পৃথিবী সাঁজে না।
কেন আঁখি ছল ছল?
কেন চুল এলোমেলো?
হাসো না একটু হাসো না,
তুমি না হাসলে পাখিরা ডাকে না,
তুমি না হাসলে ফুলেরা ফোটে না।