Ke Tomake Eto Valobaste Pare Lyrics (কে তোমাকে এত ভালোবাসতে পারে) Imran
Song: Ke Tomake Eto Valobaste Pare
Singer: Imran Mahmudul
Tune & Music: Kishore Das
Lyrics: Ahmed Risvy
Story & Direction: Vicky Zahed
Cinematographer: Bidrohi Dipon
Production House: V Creations
Label: Soundtek
Ke Tomake Eto Valobaste Pare Lyrics In Bangla:
কে তোমাকে আমার মতো
এতো ভালোবাসতে পারে?
কে তোমাকে আমার মতো
এতো কাছে চাইতে পারে?
কে তোমাকে আমার মতো
তোমার প্রেমে ভাসে ডোবে?
কে তোমাকে আমার মতো
দিনে রাতে তোমায় ভাবে?
Tor Naamer Icchera Lyrics (তোর নামের ইচ্ছেরা) Imran Mahmudul
তুমি ছাড়া প্রহরগুলো
একলা মনে হয়।
ভালোবাসার অন্তরালে
হৃদয় পুড়ে ক্ষয়।
কে তোমাকে আমার মতো
চোখের তারায় আগলে রাখে?
কে তোমাকে আমার মতো
তোমায় নিয়ে স্বপ্ন দেখে…
নিরব রাতের দীর্ঘশ্বাসে
তোমার বিচরন।
উড়ছে ধুলি, স্বপ্ন গুলি
তোমারই দহন।
কে তোমাকে আমার মতো
মনের খাতায় আঁকতে পারে?
কে তোমাকে আমার মতো
চোখের জলে ঢাকতে পারে?
Mone Mone Mile Geche Lyrics (মনে মনে মিলে গেছে) – Imran Mahmudul