KAL SHARA RAAT (কাল সারা রাত) LYRICS – GENERATION
SONG CREDITS :
Song : Kal Shara Raat
Singer : Sudipto Chowdhury
Lyrics : Prasen
Music : Arindom
Movie : Generation Aami
Label : SVF Music
KAL SHARA RAAT LYRICS IN BANGLA-
ভাবছো তুমি, ভাবছি আমি,
বেলা গেলো।
ঘরের ছেলে,
ঘরেতে ফিরলো না কেন !
আসে গানের কথা, আসে সুর কিছু,
আসে শরীরটা তার, তবু আসেনা সে তো।
আসে ফিরে দেখা,
আসে পথ কিছু।
তবু কেন ঘরে ফেরে না মন?
কাল সারা রাত,
ভেবে দেখেছি।
কাল সারা রাত,
আমি অনেক ঘুরে
ঘরে ফিরেছি।
ভাবছো তুমি – ভাবছি আমি,
সময় গেলো।
ঘরের ছেলে
ঘুম থেকে উঠলো না কেন ? – [ ২ বার ]
আসে ঘুমের কথা,
আসে পরী কিছু
আসে চাঁদের আলো,
তবু আসে না সে তো।
আসে সকাল হওয়ার
সাথে রোদ কিছু,
তবু কেন জেগে ওঠে না মন !
কাল সারা রাত,
ভেবে দেখেছি
কাল সারা রাত,
আমি অনেক ঘুরে
ঘরে ফিরেছি।
ভেবে নিতে পারো, থেকে গেছি আরো,
ভেবে নিতে পারো, থেমে গেছি আরো।
জমেছি – কমেছি – আমি – কম বেশি
দিয়ে গেছি তোমাদের ফেলে আসা দিন।
কাল সারা রাত,
ভেবে দেখেছি
কাল সারা রাত।