JOTO CHAO BADHITE LYRICS (যত চাও বাঁধিতে) – ISHAN MITRA
Song: Joto Chao Badhite
Singer: Ishan
Lyric: Asif Iqbal
Music: Amit-Ishan
Label: Gaanchill Music
JOTO CHAO BADHITE LYRICS Song –
যত চাও বাঁধিতে,
বাঁধা যে পরে না।
সময়ের আয়না,
ছাড়ে না ছাড়ে না।
যত চাও বাঁধিতে, বাঁধা যে পরে না,
সময়ের আয়না, ছাড়ে না ছাড়ে না।
কেন বোঝেনা, কেউ চলে যায়,
তবু যায় না, যায় না।
কেউ থেকে যায় তবুও থাকে না,
কেউ চলে যায় কেনো বোঝে না।
কেউ থেকে যায় তবুও থাকে না,
কেউ চলে যায় কেনো বোঝে না।
বাঁধন ছিঁড়ে যায়,
মায়া তবু থাকে পড়ে।
আলো নিয়ে চলে যায়,
আমায় পাথর করে। – [ ২বার ]
মন মানে না মানে না,
কিছুতেই মানে না।
কেউ চলে যায়,
তবু যায় না, যায় না।
কেউ থেকে যায় তবুও থাকে না,
কেউ চলে যায় কেনো বোঝে না।
কেউ থেকে যায় তবুও থাকে না,
কেউ চলে যায় কেনো বোঝে না।
কি আছে ভালোবাসায়,
আমি বোবা পড়ে থাকি।
কি ভেবে চুপিসারে,
সে যে দিয়েছে ফাঁকি। – [ ২বার ]
মন বোঝে না বোঝে না,
কিছুতেই বোঝে না।
কেউ চলে যায়,
তবু যায় না, যায় না।
কেউ চলে যায় তবুও যায় না,
কেউ থেকে যায় তবুও থাকে না।
কেউ চলে যায় তবুও যায় না,
কেউ থেকে যায় তবুও থাকে না।