Jole Jhapas Na Lyrics – Buro Sadhu
Song: Jole Jhapas Na
Movie: Buro Sadhu
Written, Composed & Sung by: Pranjal Das
Arranged & Produced by: Bad Trip
Electric Guitars: Pinaki Dey
Acoustic Guitar: Pranjal Das
Bass Guitar: Somitjyoti Roy
Keyboards: Nabarun Bose
Drums: Sandipan Parial
Jole Jhapas Na Lyrics –
একটা কোমল গান্ধার
আর একটা জোনাকি,
নতুন কোনো গান শুনেও
মনে হয় আগে শোনা কী?
একটা বিকেল খুচরো
আর একলা অটোই ফেরা,
নিজের চারিদিকে
নিজের চক্রবুহ্যে ঘেরা।
তাইতো বুঝতে হবে তোকে
শুধু সত্যি-মিথ্যে ঝোঁকে,
তাই বুঝতে হবে তোকে
শুধু সত্যি-মিথ্যে ঝোঁকে।
যে যা বলে বলুক লোকে
ঘুরে তাকাস না
ওটা মিথ্যে নীলের মায়া
ওটা আকাশ না,
জলে ঝাঁপাস না,
জলে ঝাঁপাস না।
একটা পাপের মূল্য
আর একটা পূণ্যতে
কখনো একাই একশো
আবার কখনো শূণ্যতে।
মিথ্যে স্বপ্ন ঘেরাটোপ
কখনো সত্যি-সত্যি হয়,
নিজের কাছে হারিয়ে যাবার
সেইতো পেলাম ভয়।
তাইতো বুঝতে হবে তোকে
শুধু সত্যি মিথ্যে ঝোঁকে,
তাই বুঝতে হবে তোকে
শুধু সত্যি মিথ্যে ঝোঁকে।
যে যা বলে বলুক লোকে
ঘুরে তাকাস না……,
সে যে চিত্রে তরল ছায়া
নীল আকাশ না……।
জলে ঝাপাস না(জলে ঝাপাস না),
জলে ঝাপাস না।
উৎস খুঁজতে গিয়ে
কখনো পথ হারিয়ে যায়,
যার যাকে পাওয়ার
সে তাকে হারায়……।
যে দলের যে পথিক সে কিন্তু একা
দূর থেকে লাগে সোজা,
হাঁটতে গেলেই বাঁকা…।
তবুও কেমন পথ
পথের ধারে বাড়ি,
স্বপ্নে আমি সফল
বাস্তবে না পারি………।
তাইতো বুঝতে হবে তোকে
শুধু সত্যি-মিথ্যে ঝোঁকে,
তাই বুঝতে হবে তোকে
শুধু সত্যি-মিথ্যে ঝোঁকে।
যে যা বলে বলুক লোকে
ঘুরে তাকাস না……,
ওটা মিথ্যে নীলের মায়া
ওটা আকাশ না…,
জলে ঝাঁপাস না,
জলে ঝাপাস না,
জলে ঝাপাস না,
জলে ঝাঁপাস না।