Jodi Tumi Jante Lyrics – Minar Rahman – Apurba, Mehazabien
Jodi Tumi Jante Lyrics by Minar Rahman: Starring:
Singer: Minar Rahman
Tune & Music: Ahmmed Humayun
Lyrics: A Mizan
Star Cast : Apurba And Mehazabien
Label: Central Music and Video [CMV]
Jodi Tumi Jante Lyrics :
যদি তুমি জানতে
কতটা প্রেম জমেছে বুকে
যদি তুমি জানতে
কতটা ক্ষত তোমার অসুখে
তবে খুঁজতে না ভুল
ভুলের ঠিকানায়..
আমার ঝাপসা চোখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল (x2)
যদি তুমি জানতে
কতটা প্রেম জমেছে বুকে
যদি তুমি জানতে..
রোদেলা সময় হয়েছে মেঘ
তোমারই নামে পুড়ছে আবেগ (x2)
তবু পথ খুঁজে যায়
পথের সীমানায়..
আমার ঝাপসা চোখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল (x2)
জলে ছুঁয়ে যায়
চোখে বারেবার
তুমি না ফিরলে
আমি হবো কার (x2)
তাই পথ খুঁজে যায়
পথের সীমানায়…
আমার ঝাপসা চোখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল (x2)
যদি তুমি জানতে
কতটা প্রেম জমেছে বুকে
যদি তুমি জানতে
কতটা ক্ষত তোমার অসুখে
তবে খুঁজতে না ভুল
ভুলের ঠিকানায়..
আমার ঝাপসা চোখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল (x2)
যদি তুমি জানতে লিরিক্স :
Jodi tumi jante
kotota prem jomeche buke
Jodi tumi jante
Kotota khoto tomar ashukhe
Tobe khujte na bhul
Bhuler thikanay..
Amar jhapsha chokher baranda-te
dirghoswash-er jol
Amar muthoy bondi
Ekhon shudhui smritir shotodol (x2)
Rodela somoy hoyeche megh
Tomari naame purche aabeg
Tobu poth khuje jaay
Pother shimanar
Jol chuye jaay chokhe barebaar
Tumi na firle ami hobo kaar (x2)
Tai poth khuje jaay
Pother shimanay..