Jodi Kono Din Lyrics (যদি কোনো দিন) – Aurthohin Band
Song Name: Jodi Kono Din (যদি কোনো দিন হঠাৎ করে পড়ে মনে)
Band Name: Aurthohin
Mixed by: Fuad al Muqtadir
Lead Guitar: Ibrahim Ahmed Kamal
Piano, Keyboard: Shishir Ahmed
Cover by: Gourab Tapadar
Jodi Kono Din Lyrics In Bangla:
যদি কোনো দিন হঠাৎ করে পড়ে মনে
আমার লেখা গানগুলো যা ছিল তোমার জন্যে
যদি ভুলের বশে শুনতে ইচ্ছে করে
আমার গাওয়া গানগুলো যা ছিল তোমায় নিয়ে।
নিঝুম রাতে যখন, পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শোনো গান, চুপটি করে
কেউ জানবে না যে, ঘুমন্ত শহরে
তুমি ভাবছো বসে আমার কথা, প্রতিটি মুহূর্তে।
আকাশের তারা, হয়ে দেব তোমায় আলো
যখন চারিদিক, অমাবস্যায় কালো
যদি মনের দু’চোখ, বেয়ে আসে চোখের জল
মুছে দেব শুধু স্মৃতি হয়ে, মনের কষ্ট সব।
নিঝুম রাতে যখন, পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শোনো গান, চুপটি করে
কোনো এক সকালে, কোনো দূরদেশে
তুমি দেখবে আমার পায়ের চিহ্ন, ঐ শুভ্র তুষারে।
আসবো ফিরে, তোমার কাছে
চোখের ঐ জল, মুছে দিতে।
নিঝুম রাতে যখন, পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শোনো গান, চুপটি করে
কেউ জানবে না যে, ঘুমন্ত শহরে
তুমি ভাবছো বসে আমার কথা, প্রতিটি মুহূর্তে।
আসবো ফিরে, তোমার কাছে
চোখের ঐ জল, মুছে দিতে। (x2)
যদি কোনো দিন হঠাৎ করে পড়ে মনে লিরিক্স – অর্থহীন:
Jodi Kono Din Hothat Kore Pore Mone
Amar lekha gaan gulo jaa chilo tomar jonney
Jodi bhule boshe shunte icche kore
Amar gaoa gaan gulo ja chilo tomay niye
Nijhum raate jokhon prithibi ghumiye
Tumi moner vetor shono gaan chupti kore
Keu janeb na je ghumonto shohore
Tumi vabcho bose amar kotha protiti muhurte
Akasher tara hoye debo tomay aalo
Jokhon charidik omoboshay kalo
Jodi moner duchokh beye ashe chokher jol
Muche debo shudhu smriti hoye moner kosto shob
Ashbo fire tomar kache
Chokher oi jol muche dite
You may also like –
Tomay Notun Kore Lyrics (তোমায় নতুন করে) Love Aaj Kal Porshu
Kichu Kotha Lyrics (কিছু কথা) Tahsan
Tumi Thako Kotodure Lyrics (তুমি থাকো কতদূরে) Minar Rahman
Hariye Jawar Gaan Lyrics (হারিয়ে যাওয়ার গান) Paanch Phoron 2
Shei Chena Raasta Lyrics (সেই চেনা রাস্তা) Arko