Jodi Ei Shitey Ami More Jai Lyrics (যদি এই শীতে) James
Song: Jodi E Shite Ami More Jai (যদি এই শীতে আমি মরে যাই)
Singer: James
Album: Jonota Express
Band: Nogor Baul
Jodi Ei Shitey Ami More Jai Full Lyrics :
যদি এ শীতে আমি,
যদি এই শীতে আমি, মরে যাই
যদি এই.. শীতে, আমি মরে যাই
জেনে রেখো, জেনে রেখো
আগামী শীতে, নতুন করে জন্ম নেবো
হয়ত ফুল হয়ে, কোন পথের ধারে
হিমেল হাওয়ায়,
চেতনার পাশ দিয়ে, যদি এই শীতে।
যদি দূরে বহু বহুদূরে
আমি চলে যাই, মরে যাই
জেনে রেখো, জেনে রেখো
আগামী শীতে, নতুন করে জন্ম নেবো
হয়ত ফুল হয়ে, কোন পথের ধারে
হিমেল হাওয়ায়,
চেতনার পাশ দিয়ে, যদি এই শীতে।
বলে যাই, বলে যাই,
আবার আসবো আমি
ভালবেসে, ঘাস ফুল নদী তীরে,
জোনাকি হয়ে যাবো আলো জ্বেলে
আঁধার রাতে, তোমার গহীনে,
যদি এই শীতে।
সুরে সুরে আমি গান গেয়ে যাবো
নীল আকাশে, আকাশে
শুনে রাখ যাবোনা চিরতরে
না না না না না।
যদি এ শীতে আমি,
যদি এই শীতে আমি, মরে যাই
জেনে রেখো, জেনে রেখো
আগামী শীতে, নতুন করে জন্ম নেবো
জোনাকি হয়ে যাবো আলো জ্বেলে
আঁধার রাতে, তোমার গহীনে,
যদি এই শীতে, আঁধার রাতে, তোমার গহীনে
যদি এই শীতে।