Jodi Amake Nao Phiriye Lyrics Song (যদি আমাকে নাও ফিরিয়ে) Dipesh

Jodi Amake Nao Phiriye Lyrics Song (যদি আমাকে নাও ফিরিয়ে) Dipesh
Jodi Amake Nao Phiriye Lyrics Song (যদি আমাকে নাও ফিরিয়ে)Song Name: Jodi Amake Nao Phiriye
Singer: Dipesh Chakraborty
Music & Lyrics: Pijush Das.
Music Arrangements: Dipesh Chakraborty
Director: Krish Bose
Producer: The Bong Media
Edit & Color: Sanjoy Dasgupta
DOP: Subhajit Sil
Chief AD: Supayan Das.
Thumbnail Calligraphy: Santu Karmakar
Label: The Bong Studio

Jodi Amake Nao Phiriye Full Song Lyrics :

আমি একলা আকাশ ভরে রাখতে পারি,
আমি তোমার হৃদয় হয়ে থাকতে পারি,
যদি আমাকে নাও ফিরিয়ে,
যদি আমাকে নাও ফিরিয়ে।

আমি আবছা আলোয় পথ চলতে পারি,
আমি তোমায় আমার কথা বলতে পারি,
যদি আমাকে নাও ফিরিয়ে,
যদি আমাকে নাও ফিরিয়ে।

(ফিরতে চেয়েও ফেরা হয়নি বলে
কত সম্পর্ক জোড়া লাগেনি আর,
একটা ছোট্ট Backspace এ থেকে গেছে
কত গভীর প্রেমের উপন্যাস।
তবুও তো রোজ বুক ফাটা কান্নার
দীর্ঘশ্বাসে বলে যায়
যদি আমাকে নাও ফিরিয়ে)

আমি জীবন পাওয়ার পথে এগিয়ে যাবো
যদি আমাকে নাও ফিরিয়ে,
আমি স্বপ্ন দেখার কথা জানিয়ে যাবো
যদি আমাকে নাও ফিরিয়ে।

আমি আশায় আছি,
ভালোবাসায় বাঁচি,
যদি আমাকে নাও ফিরিয়ে।

আমি সন্ধ্যেবলায় খুব মনখারাপের
সুর তোমার পাশে বসে গাইতে পারি,
যদি আমাকে নাও ফিরিয়ে,
যদি আমাকে নাও ফিরিয়ে।

তুমি মাঝদরিয়ায় একা, ক্লান্ত যখন,
আমি তোমার জীবন’তরী বাইতে পারি,
যদি আমাকে নাও ফিরিয়ে,
যদি আমাকে নাও ফিরিয়ে।
শুধু আমাকে নাও ফিরিয়ে,
শুধু আমাকে নাও ফিরিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *