JODI (যদি) LYRICS – MAHTIM SHAKIB
Song: Jodi
Singer: Mahtim Shakib
Lyric: Robiul Islam Jibon
Music: Musfiq Litu
Label: Rosogolla
Release Date: Feb 13, 2019
JODI BY MAHTIM SHAKIB Lyrics –
যদি আমার আঙুলগুলো হারিয়ে ফেলি
তোমার খোলা চুলে,
যদি তোমায় বুকে জড়িয়ে ফেলি
একটুখানি ভুলে। – [২-বার]
ভেবো নাকো আমায় তুমি,
অবুঝ অপরাধী।
আমি কিন্তু তোমার ব্যথায়
সবচেয়ে বেশি কাঁদি।
আমি কিন্তু তোমার ব্যথায়
সবচেয়ে বেশি কাঁদি।
যদি হাতটা তোমার ছুঁয়ে ফেলি
দুষ্টু বাহানাতে,
যদি কপালজুড়ে,
টিপ এঁকে দেই,
ভিন্ন অজুহাতে। – [২-বার]
ভেবো নাকো আমায় তুমি,
অবুঝ অপরাধী।
আমি কিন্তু তোমার ব্যথায়
সবচেয়ে বেশি কাঁদি।
আমি কিন্তু তোমার ব্যথায়
সবচেয়ে বেশি কাঁদি।
যদি ভালোবাসি বলে ফেলি
নানান কথার ছলে,
যদি আজই তোমার নাম লিখে নেই,
একলা আমার দলে। – [২-বার]
ভেবো নাকো আমায় তুমি,
অবুঝ অপরাধী।
আমি কিন্তু তোমার ব্যথায়
সবচেয়ে বেশি কাঁদি।
আমি কিন্তু তোমার ব্যথায়
সবচেয়ে বেশি কাঁদি।
যদি আমার আঙুলগুলো হারিয়ে ফেলি
তোমার খোলা চুলে,
যদি তোমায় বুকে জড়িয়ে ফেলি
একটুখানি ভুলে। – [২-বার]
ভেবো নাকো আমায় তুমি,
অবুঝ অপরাধী।
আমি কিন্তু তোমার ব্যথায়
সবচেয়ে বেশি কাঁদি।
আমি কিন্তু তোমার ব্যথায়
সবচেয়ে বেশি কাঁদি।