Jibonta Cigaretter Chai Lyrics (জীবনটা সিগারেটের ছাই) – James

Jibonta Cigaretter Chai Lyrics (জীবনটা সিগারেটের ছাই) – James
Jibonta Cigaretter Chai Full Lyrics (জীবনটা সিগারেটের ছাই) - JamesSong: Jibonta Chai
Album Name: Deshe Valobasha Nai
Singer: James

Jibonta Cigaretter Chai Lyrics:

কাঁদো, আরো কেঁদে কেঁদে হালকা হও
তুমি, হাসো, প্রাণ খুলে হেসে ভেসে যাও,
তুমি।
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই,
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই।

জীবনটা সিগারেটের ছাই,
ছোক দিয়ে তাকে উড়াই।
কি হবে ভেবে আর যে জীবন
দম গেলে নাই।

তোমার বুকের পাশে অনেক দিনের ব্যথা,
পারছনা বলতে কাউকে আপন ভেবে তা।
তোমার বুকের পাশে অনেক দিনের ব্যথা,
বলবে এবার কাউকে আপন ভেবে তা।
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই,
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই।

জীবনটা সিগারেটের ছাই,
ছোক দিয়ে তাকে উড়াই।
কি হবে ভেবে আর যে জীবন
দম গেলে নাই।

তোমার চোখের তারায় বিপন্ন স্বপ্ন ঘুমায়
জাগাও তাকে আশার বাণীতে কিসে ভয়।
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই,
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই।

জীবনটা সিগারেটের ছাই,
ছোঁক দিয়ে তাকে উড়াই।
কি হবে ভেবে আর যে জীবন
দম গেলে নাই।

কাঁদো, আরো কেঁদে কেঁদে হালকা হও
তুমি, হাসো, প্রাণ খুলে হেসে ভেসে যাও,
তুমি।
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই,
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই।

জীবনটা সিগারেটের ছাই,
ছোক দিয়ে তাকে উড়াই।
কি হবে ভেবে আর যে জীবন
দম গেলে নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *