Jibon Zay Lyrics (জীবন যায়) Kathbirali

Jibon Zay Lyrics (জীবন যায়) Kathbirali
Jibon Zay Lyrics Song (জীবন যায়) KathbiraliSong: Jibon Zay
Movie: Kathbirali
Vocal & Music: Emon Chowdhury
Lyrics: Al-Amin Hasan Nirjhar
Directed by: Niamul Mukta
Prisented by: Chilekotha Films
Label: Jaaz Multimedia

Jibon Zay Lyrics :

আমার উথালি-পাথালি মন
অথৈ জলে ডিঙ্গা বায়,
তোর তেতুল পাতার চিরল হাসি
মনে নোঙ্গর গাইরা যায়।

আমার ঘর ছাড়া রাখালি জীবন
ঘাটে মাঠে কাটে হায়,
তোর হিজল চোখের মায়ার টানে
রহন দূরে না যায়।

মনের গাঙে আলতা রাঙ্গা পা-ও ভিজাইলি
ঘোলা জলে চুইয়া চুইয়া প্রেম শিখাইলি,
এ জীবন যায়, এ জীবন যায়
এ জীবন যায় তোর আশায়..

আমার আনাড়ি খাঁচায় মন
সোহাগ দিয়ে লেইপা দিস,
মধু তোর বুকেরই পিঞ্জিরাতে
যত্নে তুলে রাখিস।

তোর মনের বৈঠা আমারে দিস
যাইমু বাইয়া উজান দেশ,
গইরা দিমু খোপার কাঁটা
তোর চুলে মানাইবো বেশ।

মনের গাঙে আলতা রাঙ্গা পা-ও ভিজাইলি
ঘোলা জলে চুইয়া চুইয়া প্রেম শিখাইলি,
এ জীবন যায়, এ জীবন যায়
হে জীবন যায় তোর আশায়..

আমার উথালি-পাথালি মন
অথৈ জলে ডিঙ্গা বায়,
তোর তেতুল পাতার চিরল হাসি
মনে নোঙ্গর গাইরা যায়।

আমার ঘর ছাড়া রাখালি জীবন
ঘাটে মাঠে কাটে হায়,
তোর হিজল চোখের মায়ার টানে
রহন দূরে না যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *